প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার-ঘোষিত লকডাউনে উদ্ভূত পরিস্থিতিতে আর্তের সেবায় অঙ্গীকারবদ্ধ মেডিসিন ক্লাব, কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আজ বুধবার (২৯ এপ্রিল) কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে দরিদ্র, খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর পরিমাণ প্রতি প্যাকেটেঃ
৪.৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মটর ও
১ কেজি লবণ।
সর্বমোট ১০২ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ‘মেডিসিন ক্লাব, কুমেক ইউনিট’ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য মেডিসিনিয়ানেরা উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের এই ভয়ানক পরিস্থিতিতে সমাজের দুঃস্থ এবং গরীবদের সাহায্যার্থে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট। সংগঠনটির উদ্যোগে গত ৩ এপ্রিল ১ম ধাপে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ধান্যদৌল গ্রামে ৫০টি পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ প্যাকেট লবণ বিতরণ করেন। এরপর ২য় ধাপে গত ৫ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় ৩২টি পরিবারের জন্য এক সপ্তাহের খাবার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
এছাড়াও মেডিসিন ক্লাব, সেমেক ইউনিটের উদ্যোগে গত ২২ এপ্রিল কুমিল্লার কান্দিরপাড় এলাকায় নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ডা. কামরুল হাসানের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়াও করোনা মহামারীর এই দূর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব, ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট। সংগঠনটির পক্ষ থেকে কুমিল্লার বারপাড়ায় অসহায় এবং হতদরিদ্র প্রায় ৪০ টি পরিবারের মাঝে বাজার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মেডিসিন ক্লাব, ময়নামতি মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টাবৃন্দ এবং অন্যান্য মেডিসিনিয়ানেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়