প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৩ মে, ২০২০
করোনা মহামারীতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মী। নিজ পরিবার ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন অনবরত।
তাদের সম্মান জানিয়ে পাবনা সদর হাসপাতালের ডাক্তার, নার্সসহ উপস্থিত সকল স্বাস্থ্যকর্মীদের ইফতার বিতরণ করলো মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন “মেডিসিন ক্লাব।” যার আয়োজনে ছিলো পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ(ইচিপ) এর সভাপতি ডা. মো. ইউনুস আলী এবং ডা. কৌশিক খান ও ডা. আশিক হৃদয়। তারা বলেন, “মেডিসিন ক্লাবের উদ্যোগে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
তারা আশাবাদী তাদের ইফতার আয়োজনের সাথে তারা যে বার্তা পৌঁছে দিয়েছেন তা সকল স্বাস্থ্যকর্মীদের মাঝে অনুপ্রেরণার কাজ করবে।”
৩৯ বছর ধরে মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন “মেডিসিন ক্লাব” বর্তমানে করোনা পরিস্থিতিতে পিপিই বিতরণ, ডাক্তারদের জন্য ফ্রি পরিবহন সার্ভিস, বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ, টেলিমেডিসিন সেবাসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে এসেছে মানবসেবায়।
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম