আজ ১০ই ফেব্রুয়ারি,২০১৮।
একবার তাকে মৌলভীবাজারে ধরা হয়ছিল এবং সেখানে জরিমানা সহ ২ মাসের জেলও হয়েছিল । জেল থেকে ছাড়া পেয়ে শহর বদলে গেছে নবীনগরে। গতকাল নবীনগরে তাকে আবারও গেপ্তার করা হয়। এই কুখ্যাত ভুয়া ডাক্তারের নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাকিব ।
মোস্তাফিজুর রহমান রাকিব যে নিজেকে একজন মেডিসিন স্পেশালিষ্ট হিসেবে পরিচয় দেয়। এছাড়া সে নিজেকে ঢাকা মেডিকেল কলেজের কে-৬১ তম ব্যাচের ছাত্র,৩১ তম বিসিএস ক্যাডার এবং মেডিসিনে এফসিপিএস , এম ডি (কোর্স) শেষ করেছে বলে দাবি করে । শুধু তা ই নয় , তার কাছে বিএমডিসি রেজিঃ কাগজ এবং নম্বর আছে বলেও দাবি করে আসছে বরাবর । তার ভাষ্যমতে তার রেজিঃ নম্বর ৫০৭৫৭।
অনুসন্ধানে পাওয়া গেছে বিএমডিসি এই নম্বরটি অন্য কারও নামে নিবন্ধনকৃত।
কয়েকমাস আগে মৌলভীবাজারে তাকে প্রথমবারের মত ভুয়া ডাক্তার হিসেবে চিন্থিত করে , সেখানকার এসি ল্যান্ডের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় । সেসময় তার সাজা হয়েছিল ২ মাসের জেল সহ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
২ মাস পর জেল থেকে বের হয়ে সে শহর বদলায় এবং নবীনগরে গিয়ে আগের মত ভুয়া চিকিৎসক হিসেবে কাজ শুরু করে। জানা যায় , এর মধ্যে সে বি.বাড়িয়া তেও বেশ কিছুদিন চিকিৎসক হিসেবে কাজ করে এসেছে এবং রাজধানী ঢাকাতেও সে কিছুদিন চেম্বার খুলেছিল।এছাড়া নারায়ণগঞ্জেও তার একটি চেম্বার আছে বলে জানা গেছে যেখানে সে নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছে। গতকাল নবীনগর এসি ল্যান্ডে এবং পুলিশের সহযোগিতায় , নবীনগর থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় ।