বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আন্দোলনের দাবি মোতা ম্যাটসদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুরুতেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক স্মারকের মাধ্যমে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত স্মারকে ছাড়পত্র প্রদান করা হয়। স্মারকের বিষয়– “স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগযোগ্য ‘উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’-এর শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান।”
স্মারকে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগযোগ্য “উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার” (গ্রেড-১১)-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.১০.২০২১ তারিখের ০৫,০০,০০০০,১৬৬.২২.০০৩.২০.২৪৯ সংখ্যক পরিপত্রের নির্দেশনা/শর্ত মোতাবেক নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণসহ নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ১৮৮০ (এক হাজার আটশত আশিটি) শূন্য পদে বিজ্ঞ আদালতের কোন আদেশ দ্বারা ধারিত না হলে জনবল নিয়োগের ছাড়পত্র প্রদানসহ নিয়োগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। নির্দেশক্রমে অনুরোধ করা হল।
স্মারকে উল্লিখিত শর্তাবলি হল–
১. সকল আনুষ্ঠানিকতা পালনসহ বিদ্যমান নিয়োগ বিধিমালা ও নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অস্থায়ী পদ হলে হালনাগাদ করে সংরক্ষণ করতে হবে,
২. পদোন্নতিযোগ্য শূন্য পদে এবং আউটসোর্সিং এর মাধ্যমে পুরণযোগ্য পদে সরাসরি জনবল নিয়োগ করা যাবে না।
৩. জনবল নিয়োগের ১৫ কার্য দিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগকে আবশ্যিকভাবে অবহিত করতে হবে
৪. প্রাপ্ত প্রস্তাবে শূন্য পদের সংখ্যায় এবং অন্যান্য তথ্যে কোন গরমিল/তারতম্য পরিলক্ষিত হওয়ার কারণে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন।
৫. বর্তমানে ছাড়কৃত ১৮৮০ (এক হাজার আটশত আশ্যিটি পদের মধ্যে যদি কোনো পদের বিরুদ্ধে মামলা থাকে, সেক্ষেত্রে উক্ত পদে জনবল নিয়োগ করা যাবে না।
৬. সাংগঠনিক কাঠামো ও পদসৃজনের আদেশে অবশ্যই প্রস্তাবিত পদ থাকতে হবে,
৭. জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়োগযোগ্য প্রতিটি পদের ১০% শূন্য রাখতে হবে
৮. আদেশ জারির তারিখ হতে ছাড়পত্রের মেয়াদ ০১ বছর কার্যকর থাকবে;
৯. স্বাস্থ্য সেবা বিভাগের ৩১/১০/২০২৩ তারিখের ৪৫:১৪০,০০৬.০১.০০.০০১.২০১৬-২৭৪৩ সংখ্যক স্মারকের নির্দেশনা অনুসরণ করতে হবে।
উল্লেখ্য যে, এ স্মারকের মাধ্যমে এক হাজার আটশত আশিটি শূণ্য পদে স্যাকমো (মেডিকেল এ্যাসিস্ট্যান্ট) নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস