সোমবার , ৭ অক্টোবর, ২০২৪
আগষ্ট বিপ্লবের পর বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার হচ্ছে।
গত ৫ অক্টোবর, ২০২৪ রোজ শনিবার অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে জানা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৮ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম, ক্যাম্পাস ও হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একইসাথে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: জিম্মা হোসেনকে সভাপতি করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ করা হয়।
অভিযুক্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা (ম-৫২) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান( ম-৫৩) নাম যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে দেখা যায়।
এছাড়াও, অন্যান্য অভিযুক্তরা হলেন ডা. মাশফিক আনোয়ার(ম-৫২), মেহেদী হাসান শিমুল(ম-৫৩), ডা. অনুপম দত্ত(ম-৫৩), ডা. সানজিব সরকার( বিডিএস -৫), ডা. সাইফুল ইসলাম (বিডিএস-৫), ডা. মাহিদুল হক অয়ন (ম-৫৪), ডা. জাহিদুল, ইসলাম তুষার(ম-৫৫), মুনতাসির রাতুল (বিডিএস-৭) সানজিদ আহমেদ (বিডিএস-৭), শাহরিয়ার ইফতেখার সৌমিক( বিডিএস-৮), আশিক মাহমুদ রিয়াদ(বিডিএস-৮), মঞ্জুরুল হক রজিব(ম-৫৬), রকিবুল হাসান রুকন (ম-৫৭), আলমগীর হোসেন(ম-৫৭), আশিক হোসেন(ম-৫৭), শিপন হাসান(ম-৫৭), সৈয়দ রায়হান আল আশরাফ(ম-৫৭), রাইয়ান আল ফাগুন (ম-৫৮), অর্ণব সাহা(ম-৫৮), শামস আরেফিন(ম-৫৮), আসিফ রায়হান(ম-৫৮), আসিফ ইকবাল(বিডিএস-১০), মেরাজ হোসেন বাঁধন(বিডিএস-১০), দিগন্ত সরকার(ম-৫৯), কুবের চক্রবর্তী (ম-৫৯) ও সিয়াম জাওয়াদ পুষণ ম-৫৯)। উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেওয়া সহ কলেজ ক্যান্টিনে চাঁদাবাজি ও সিটবানিজ্যের অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মমেকের একজন শিক্ষার্থীর কাছে বহিষ্কারাদেশ সম্পর্কে অভিব্যক্তি জানাতে চাইলে জানায় – “ছাত্ররাজনীতির ছায়ায় থেকে যারা সাধারণ ছাত্রদের উপর নির্যাতন বা তাদের প্রাপ্ত অধিকার বঞ্চিত করেছে তাদের বহিষ্কার হওয়ায় সকলেই খুশি। শুধু এখন এটাই প্রত্যাশা যেন কেউ ছোট দোষে বড় শাস্তি না পায়।”
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মো: রাহাত হাছান