প্ল্যাটফর্ম নিউজ, ২৩শে ডিসেম্বর, ২০২০, বুধবার
গত ২২শে ডিসেম্বর ইংরেজী তারিখ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর হতে যুক্তরাজ্য থেকে দেশে আগত যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রদান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রকরণ দেখা যাওয়ায় জার্মানি, ইতালি, বেলজিয়াম, তুরষ্ক, কানাডাসহ অনেক দেশে ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ অব্যাহত থাকায় প্রয়োজনীয় সতর্কতা না মানলে ভাইরাসের নতুন প্রকরণটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই নিমিত্তে যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের নিম্নলিখিত সতর্কতা মেনে চলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-
১. যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের বিমানের অন্য যাত্রীদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করা ও পৃথকভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে।
২. যে সকল যুক্তরাজ্য ফেরত যাত্রী কোভিড-১৯ পিসিআর নেগেটিভ সনদ না নিয়ে আসবে তাদের কমপক্ষে ৭ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
৩. ৭ দিন পর কোভিড-১৯ পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।
৪. প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সময়কালীন উক্ত যাত্রীদের অন্যান্য যাত্রীদের থেকে পৃথক থাকতে হবে।
সর্বোপরি, উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে "বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর" এবং "ইনচার্জ, হজ্জ্বক্যাম্প কোয়ারেন্টাইন কেন্দ্র/ দিয়াবাড়ি কোয়ারেন্টাইন কেন্দ্র, উত্তরা ঢাকা" এর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী।