প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০
আজ রংপুরে ১০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মহোদয় জনাব কে এম তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সন্মানিত অধ্যক্ষ ডা.একেএম নুরুন্নবী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রচিমহা পরিচালক, রংপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন। উদ্বোধনের পূর্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন করোনা নবনিযুক্ত তত্ববধায়ক ডা. এস এন নুরুন নবী।
খুব অল্প সময়ের মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল প্রস্তুত করা হয়েছে,যার মধ্য ১০ টি ভেন্টিলেটর সহ আইসিইউ বেড রয়েছে। সদর হাসপাতাল সংলগ্ন নবনির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালটিকে করোনা হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করা হয়। রংপুর বিভাগের মোট ১১ জন চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছে। এছাড়াও মোট ৮ জন এনাস্থেসিওলজিষ্টকে আইসিইউতে কাজ করার জন্যে পদায়ন করা হয়। এছাড়াও রোগীর সংখ্যা যখন বাড়বে তখন রংপুর বিভাগ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিসকগণ রোষ্টার অনুযায়ী এখানে ডিউটি করবেন।
ছবি সংযুক্তি
হাসপাতালটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারিত অংশ হিসেবে পরিচালিত হবে। শুধুমাত্র করোনা পজিটিভ রোগীরা এখানে চিকিৎসা সুবিধা পাবেন।
নিজস্ব প্রতিবেদক
মো. আব্দুল্লাহ আল মামুন