গত ১২জানুয়ারী, রোজঃরবিবার থেকে ১৮ জানুয়ারী, রোজঃশনিবার সাতদিন ব্যাপি রংপুরের তিনটি মেডিকেলে এক যোগে পালিত হলো এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ।
প্রতিপাদ্য বিষয় ছিল ‘এন্টিবায়োটিক ঔষুধ ব্যবহারে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করে তুলুন।’
এন্টিবায়োটিকের অপরিকল্পিত ব্যবহার রোধে ঔষুধের দোকানে ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্ল্যাটফর্ম রংপুর জোনের কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও নর্দান(প্রা:)মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একযোগে এন্টিবায়োটিক সচেতনতা মুলুক সপ্তাহ আয়োজন করে।