ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে রংপুর মেডিকেলে কলেজে পালিত হল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। হেমাটোলজি বিভাগ, মেডিসিন ক্লাব এবং সন্ধানীর যৌথ আয়োজনে ক্যাম্পাসে র্যালির বের করা হয়। এতে উপস্থিত ছিলেন BSMMU এর প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অনিমেষ মজুমদার, উপাধ্যক্ষ ডা: নূরুন্নবী লাইজু, হেমাটোলজি বিভাগের প্রধান ডা: কামরুজ্জামান সহ প্রায় সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ শিক্ষক এবং চিকিৎসকবৃন্দ। এছাড়াও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
Next Post
এমপিএইচ নিপসমঃ ভর্তি প্রস্তুতি। পর্ব ১
Tue May 9 , 2017
এমপিএইচ কেন করবেন এই প্রশ্নের উত্তর যারা জানেন কিন্তু কীভাবে প্রস্তুতি নিবেন জানতে চান তাদের জন্য এ পোস্ট। এমপিএইচ কেন করবেন সেটা নিয়ে পুর্বের এই পোস্ট দেখুন। প্রশ্ন মূলত পাবলিক হেলথ/ কমিউনিটি মেডিসিন থেকেই হয়। কিছু ইংরেজি থাকে। ১০ মার্কের মত। মোট ১০০ মার্কের এমসিকিউ টাইপ প্রশ্ন। মার্চ এপ্রিলে পরীক্ষা হয় সাধারণত। […]

You May Like
-
7 years ago
এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তিঃ ফরিদপুর মেডিকেল কলেজ