প্ল্যাটফর্ম নিউজ, ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ১ লা সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রউফিয়ান’স মেডিকেল অ্যান্ড ডেন্টাল ফোরাম।
রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে অধ্যয়নরত এবং চিকিৎসা পেশায় সংযুক্ত আছেন, তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক নুর হোসাইন সাইফুল জিমি জানান,
মাননীয় অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ মহোদয়ের অনুপ্রেরণা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাবেক রউফিয়ানদের নিয়ে নতুন এই ফোরামের আত্নপ্রকাশ ঘটেছে।
একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, ৫ জন যুগ্ম-আহ্বায়ক ও ২২ জন সাধারণ সদস্যদের সমন্বয়ে মোট ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই রউফিয়ান’স মেডিকেল অ্যান্ড ডেন্টাল ফোরামের আহ্বায়ক কমিটির সদস্যগণ হচ্ছেন-
আহ্বায়ক:
ডা. আয়েশা ইসলাম পলি
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
যুগ্ম-আহ্বায়ক:
১. মোঃ আব্দুল্লাহ আল মারুফ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
২. স্নেহা পাল
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
৩.নুসরাত জাহান সায়মা
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
8. ইশরাত জাহান মন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
৫. শোয়াইব উদ্দিন খান
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সদস্য সচিব:
মোহাম্মদ মিনহাজ-উল হোসাইন
ঢাকা মেডিকেল কলেজ
সদস্য:
০১. ইফতেখার রহমান খান
ময়মনসিংহ মেডিকেল কলেজ
০২. গোলাম সরওয়ার তুষার
গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
০৩. সানোয়ারুল ইসলাম
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
০৪. নাসির হোসাইন
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
০৫.মুশফিক আহমেদ
ফরিদপুর মেডিকেল কলেজ
০৬. সাদমান সাকিব
কর্ণেল মালেক মেডিকেল কলেজ
০৭.জান্নাতুল বুসরা প্রিসিলা
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
০৮.আকাশ শেখ
তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
০৯. শারমিন সুলতানা তুন্না
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
১০. জান্নাতুল ফেরদৌস মিথিলা
গ্রীণলাইফ মেডিকেল কলেজ
১১. চক্রবর্তী মেধা দ্বীপমিতা
কুমুদিনি উইমেন্স মেডিকেল কলেজ, টাঙ্গাইল
১২. সাইদ হাসান
রাজশাহী মেডিকেল কলেজ
১৩. সুরাইয়া ইয়াসমিন কেয়া
চট্টগ্রাম মেডিকেল কলেজ
১৪. আসমা উল হাসনা
ময়নামতি মেডিকেল কলেজ
১৫. সাদিয়া সুলতানা রহমান
এম এইচ শমরিতা মেডিকেল কলেজ
১৬. ফাহাদ হোসেন
ঢাকা মেডিকেল কলেজ
১৭. জান্নাতুল ফেরদৌস লাবণ্য
ডেল্টা মেডিকেল কলেজ
১৮. সাব্বির আহমাদ ওসমানী
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
১৯. জাকারিয়া হোসেন পল্লব
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ
২০. মো. ইমদাদুল হক শিহাব
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
২১. নাইমুর রশিদ
ময়মনসিংহ মেডিকেল কলেজ
২২. মো. আতিকুর রহমান রুবেল
বাংলাদেশ মেডিকেল কলেজ
নুর হোসাইন সাইফুল জিমি এই ফোরাম সম্পর্কে আরও বলেন, আমাদের এই আহ্বায়ক কমিটির পেছনে কিছু কর্ম পরিকল্পনা এবং উদ্দেশ্য আছে। সেগুলো হচ্ছে-
১) সারা বাংলাদেশের রউফিয়ান মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা।
২) এই প্লাটফর্মের মাধ্যমে মেডিকেলে ভর্তি-ইচ্ছু রউফিয়ানদের জন্য সার্বিক দিক-নির্দেশনা দেয়া এবং মেডিকেলে ভর্তির পর দরিদ্র মেধাবী রউফিয়ানদের আর্থিক সহযোগিতা করা।
৩) এই সংগঠনকে মেডিকেল সেক্টরে যুক্ত প্রাক্তন রউফিয়ানদের একটি মিলনমেলায় পরিণত করা।
৪) জরুরি রক্তের প্রয়োজনে যথাসম্ভব সহায়তা করা।
৫) দুরারোগ্য রোগে আক্রান্ত রউফিয়ানদের সহায়তা করার চেষ্টা করা।
৬) মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে যারা সাবেক রউফিয়ান তাদের মধ্যে পরস্পরের সহায়তা এবং পরিচিতি বাড়ানোর চেষ্টা করা।