প্ল্যাটফর্ম নিউজ, ১৪ এপ্রিল ২০২১, বুধবার
করোনা কালীন এই পবিত্র মাহে রমজানে ডায়াবেটিক ম্যানেজমেন্ট, খাদ্যাভ্যাস এর বিভিন্ন পরিবর্তন এবং ইনসুলিন ব্যবহারের সঠিক গাইডলাইন সম্পর্কে চিকিৎসকদের অবগত করতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ১৫ এপ্রিল ৭.৩০-৯.০০ টা পর্যন্ত জুম অ্যাপে আয়োজন করা হয়েছে ওয়েবিনার।
প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সদস্য ইয়াসমিন প্রিয়ার সঞ্চালনায় জুম অ্যাপে অনুষ্ঠিত এই ওয়েবিনারে অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক ডা. এইচ এ এম নাজমুল আহসান, গভর্নর এসিপি বাংলাদেশ চ্যাপ্টার, ফর্মার প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফাউন্ডার চেয়ারম্যান রিমিউট্যালোজি, বিএসএমএমইউ, প্রেসিডেন্ট অব এশিয়া প্যাসিফিক লীগ অব এসোসিয়েশন ফর রিমিউট্যালোজি। স্পীকার হিসেবে থাকছেন,
ডা. শাহাজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, বিএসএমএমইউ এবং ডা. এম সাইফুদ্দিন,এসোসিয়েট প্রফেসর অব এন্ডক্রানোলজি, ঢাকা মেডিকেল কলেজ। ওয়েবিনারটিতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডা. ফয়সাল বিন সালেহ, প্রেসিডেন্ট অব সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল, প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।
আলোচনার পাশাপাশি ওয়েবিনারটিতে থাকছে বিশেষ প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন লিংক-
https://forms.gle/kT5jTbcB3rwfA9yr8
অনুষ্ঠানের জুম লিঙ্ক অংশগ্রহণকারীদের ইমেইলে পাঠিয়ে দেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
হৈমন্তী ধর