সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
টিকটক করতে গিয়ে রংপুরের শিঙিমারী ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় লিখন(১৪) নামের এক কিশোর। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
কিন্তু সে বেঁচে আছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার অবস্থা বেশ উন্নতির দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি আছে লিখন। আমাদের ডিপার্টমেন্টের সকলে সার্বক্ষণিকভাবে খেয়াল রাখছেন ওর প্রতি। দ্রুত লিখনের সুস্থতা কামনা করছি। আমরা সকলে আরও সচেতন হই, যাতে এরকম দূর্ঘটনায় আর কোন আপনজনের ক্ষতি না হয়।”
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী