প্ল্যাটফর্ম নিউজ, ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার
সারাদেশে করোনা শনাক্তের ৫ মাস পর ৬ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২ ঘটিকায় বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা রাঙ্গামাটিতে পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
করোনার শুরু হতে এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলার সংগ্রহকৃত নমুনাগুলো চট্রগ্রামের দুইটি ল্যাবে পাঠানো হত। এ কারণে নমুনা রিপোর্ট আসতে ৭২ ঘণ্টারও বেশি সময় লাগত। ফলে রাঙ্গামাটিবাসীর অনেক ভোগান্তি পোহাতে হত এবং আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করতে হত।
অবশেষে দীর্ঘ ৫ মাস পর জন সাধারণের কল্যাণে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ভবনে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে তৈরি পিসিআর ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ অঞ্চল কতৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবণ চৌধুরী।
এছাড়া পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি (অতিরিক্ত) জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেছেন,
“পিসিআর ল্যাবের উদ্বোধনের মধ্য দিয়ে রাঙ্গামাটিবাসী তার সুফল পাবে এবং ২৪ ঘণ্টার মধ্যে আমরা নমুনার রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো। পর্যাপ্ত কিট মজুদ থাকলে এই ল্যাবের দুই শিফটে প্রায় ২০০ টেস্ট করার সক্ষমতা রয়েছে। আরও দুই থেকে তিন দিনের প্রশিক্ষণ শেষে পুরোদমে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে।”
নিজস্ব প্রতিবেদক/মামুনুর রশিদ জামি