নানান জল্পনা কল্পনার পর অবশেষে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে ক্লাসে উপস্থিত ছিলেন ৪৩ শিক্ষার্থী। ক্লাস শুরুর আগে সকাল ১০ টায় মেডিকেলের অধ্যক্ষ টিপু সুলতান জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্লাসে যান। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা জামাল, জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর সার্কেল এসপি চিত্ত রঞ্জন পাল, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা নুয়েন খীসা।
এ সময় মেডিকেলের কলেজে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা তুলে ধরে এগুলোর সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, এমনিতে তারা দুই মাস পিছিয়ে পড়েছেন। এই অবস্থায় এসেও শুধু একজন শিক্ষক ছাড়া বাকীদের এখনও নিয়োগ দেয়া হয়নি। এই অবস্থা অব্যাহত থাকলে তারা প্রয়োজনীয় শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হবেন।
মেডিকেলের অধ্যক্ষ টিপু সুলতান বলেন, কলেজে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা রয়েছে তবে বাকী শিক্ষকরা দ্রুত চলে আসবেন।
উল্লেখ্য গত ১০ জানুয়ারি ভিডিও সংযোগের মাধ্যমে রাঙ্গামাটি মেডিকেলের ক্লাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মেডিকেলের বিরোধীতা করে উদ্বোধনের দিন অবরোধের ডাক দেয় জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। এই অবরোধকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পিসিপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে এই সংঘর্ষ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে প্রশাসনকে কারফিউ পর্যন্ত জারি করতে হয়।
এই অবস্থায় রাঙ্গামাটিতে থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল মেডিকেলটি। পরবর্তীতে মেডিকেল বিরোধীদের সঙ্গে সরকার কয়েকবার বৈঠক করে। অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় জনসংহতি সমিতির এক সদস্য মেডিকেল পরিচালনা বোর্ডে যোগ করার সিদ্ধান্ত হয়েছে। এর প্রতিবাদও করেছিল জেএসএস।
Congrats!!
eta ki mohila medical naki .. sele ra kothay, class kore na !!!
micro r tipu sultan sir k onek din por tv te dekhlam…. feeling proud of u sir..:)
congrats…..
abar micro! abr tipu sultan sir!! 🙁
অভিনন্দন শ্রদ্ধেয় টিপু সুলতান স্যার ।
Congrs
Congrs
dekh suru hoiei gelo,koita bochor w8 krlei hto,, 😀 😀 Rosy Rozain
dekh suru hoiei gelo,koita bochor w8 krlei hto,, 😀 😀 Rosy Rozain
Congratulation….
Welcome
Congrtzzz
Alhamdulillah
valo
Congratzz
dr tipu sultan sir….amr micro vivar external cilen……
rangamati medical college er kao ki ache ekhane??
অবশেষে ়়়়়়়়়
Mraching Marma Memo আছে
congrats…..