মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২৫
শীত শেষ না হতেই রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্কও করে দেয়।
সোমবার আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৬৭। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২২১। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। ২০৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এরপরই ঢাকার অবস্থান। ঢাকার বাতাসের মানের স্কোর ১৯১।
৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্ল্যাটফর্ম/