গতকাল (২১/১১/১৪) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের আয়েশা সিদ্দিকা লেডিস হলের সামনে দুজন ছাত্র স্থানীয় তিনজন ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়। এসময় ছাত্ররা তাদের শহীদ নুরুন্নবী হোস্টেলের সিনিয়র ভাইদের খবর দিলে তারা এসে ছিনতাইকারীদের কিছু উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। এরপর সন্ত্রাসীরা তাদের স্থানীয় সহযোগীদের নিয়ে প্রায় দশ /বারোটা মোটরবাইকে আসে রামদা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে। তারা নুরুন্নবী হোস্টেলের রুমে ঢুকে ছাত্রদের কোপাতে থাকে। চারজন ছাত্র এতে গুরুতর আহত হয়েছে। এটা সম্পূর্ণ বহিরাগতদের ঘটানো ঘটনা। হোস্টেল এলাকায় নিরাপত্তার অভাবজনিত কারণেই এটা ঘটেছে।
রাতে বহিরাগতরা বেশকিছু মটরবাইকে ঢুকে , হাতে রামদা, কিরিচ,কাস্তে,হকিস্টিক, স্ট্যাম্প এবং আস্ত্র নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা নুরুন্নবী হলে ঢুকে পড়ে দলেবলে ।রুমগুলোতে ঢুকে যাকে খুশি মারধর করে, কয়েকজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।হামলায় আহতরা হলেন: রাশিদুল (৫৪তম)নূরুন্নবী হোস্টেল,ফয়সাল (৫৪তম) পিংকু হোস্টেল,আঃ আলীম (৫৪তম), তামিম(৫২তম) । তাদের ভেতর সবচেয়ে আহত পিংকু হলের ফয়সাল ( ৫৪তম এমবিবিএস)। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে । এরকম ঘটনা এর আগেও ঘটেছে হোস্টেল এলাকায় । অনেক ছাত্রীর মোবাইল, টাকা ছিনতাই হয়েছে। সেসব ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থেকেছে অনেকে। রাস্তায় পর্যাপ্ত আলো নেই, নিরাপত্তা প্রহরী নেই, যার যখন খুশি আবাসিক এলাকায় ঢুকে যেতে পারে। এভাবে আর কতদিন ভয়ে ভয়ে থাকবে মেডিকেল শিক্ষার্থীরা ?
so sad news. we have to protect.
সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি