রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফয়সাল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, নগরীর বড়বনগ্রাম, বাজে সিলিন্দা ও বারইপাড়া মৌজার ৬৭ দশমিক ৬৭৯২ একর জমির ওপর এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণ হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি ১২ তলা অত্যাধুনিক হাসপাতাল ভবন। হাসপাতালে ২২টি লিফটের পাশাপাশি থাকবে ৪টি স্কেলেটর। হাসপাতালের সন্নিকটেই থাকবে বেসমেন্টসহ ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন।
প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শেষে নির্মিত হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি ডরমেটরি, একটি মর্গ, একটি স্কুল, একটি মসজিদ, তিনটি বিদ্যুতের সাব-স্টেশন, একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন, সীমানা প্রাচীর, তিনটি গেট, ২০টি নিরাপত্তা চৌকি, যাতায়াতের রাস্তা, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাসহ আরও নানা কিছু।
প্রথম পর্যায়ের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৭৭৬ কোটি টাকা। এছাড়াও নির্মাণ কাজে ধরা হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা। আর যন্ত্রপাতি ও আসবাবপত্রের জন্য অনুসাঙ্গিক ব্যয় ধরা হয়েছে ৪৭৮ কোটি টাকা। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের অধীনে ৬৮টি বিভাগ থাকবে। এখানে প্রায় ৭৮০ মেডিকেল শিক্ষার্থী তাদের স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়ন ও গবেষণা করার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়টি মেডিকেল ও নার্সিং পেশার প্রায় ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি করবে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়টি থেকে দুই কোটি মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
উল্লেখ্য যে, ১৩টি সরকারি মেডিকেল কলেজ, ১৩টি বেসরকারি মেডিকেল কলেজ, ২টি সরকারি ও ৫টি বেসরকারি ডেন্টাল কলেজ, ৬টি সরকারি ও ৩১টি বেসরকারি নার্সিং কলেজ, ১টি সরকারি ও ২টি বেসরকারি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এবং কিছু ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত হয়েছে। ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের তিনটি ভবনে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী