প্ল্যাটফর্ম নিউজ, ৭ ফেব্রুয়ারি, ২০২১, রবিবার
রাপচার্ড একটপিক প্রেগন্যান্সি জনিত কারণে মৃত্যুবরণ করেছেন চিকিৎসক ডা. শারমিন ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ৫ ফেব্রুয়ারি, ২০২১, শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসারত ছিলেন ডা. শারমিন। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সেদিন রাত পৌনে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে (মিলন চত্বরে) তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ডা. শারমিন ইসলাম ঢাকা মেডিকেল কলেজের ৬৩তম ব্যাচ K-63 এর প্রাক্তন শিক্ষার্থী। মৃত্যুপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধীনে এমডি, হেমাটোলজিস্ট রেসিডেন্ট, ফেজ-বি তে অধ্যায়নরত ছিলেন।
তাঁর মৃত্যুতে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।