প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২১, রবিবার
শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৮টার মধ্যে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল, বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন।
গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ২০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে এই নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। গত ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৬ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ১০ জন, ১৩ জুন ১০ জন, ১৪ জুন ১২ জন, ১৫ জুন ১২ জন, ১৬ জুন ১৩ জন, ১৭ জুন ১০ জন, ১৮ জুন ১২ জন, ১৯ জুন ১০ জন মারা গেছে। সুতরাং প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন। রবিবার (২০ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন।