প্ল্যাটফর্ম নিউজ, ১৭ই এপ্রিল, ২০২০, শুক্রবার:
চিকিৎসকদের জন্য চিকিৎসা সরঞ্জামাদি অপ্রতুল হওয়ায় তাদের জন্য বিশেষ মুখ ঢাকার সরঞ্জাম “ফেস শিল্ড” বানাচ্ছেন এক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমন মহৎ উদ্যোগ পরিলক্ষিত হয়েছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়।
করোনার প্রবল থাবায় কাঁপছে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা। এরই মধ্যে ডাক্তার এবং নার্সসহ প্রায় একশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামাদি না পেয়েও লড়ে যাচ্ছেন ডাক্তার এবং এই পেশার সাথে জড়িত সকলেই। সবার পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পোশাক (পিপিই) দাবি থাকলেও পৌঁছায়নি সব উপজেলায়। এমতাবস্থায় সুরক্ষা পোশাকের সাথে ‘ফেস শিল্ড’ বড়ই অপ্রতুল। উক্ত সমস্যা উক্তরণের নিমিত্তে এগিয়ে এলেন রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিমুল এহসান তৌহিদ। তিনি নিজেই তাঁর হাসপাতালের ডাক্তারদের জন্য ঘরোয়া পদ্ধতিতে “ফেস শিল্ড” তৈরী করছেন। সীমিত যোগানের মধ্যেও এই প্রচেষ্টা নিশ্চই প্রশংসনীয় যা সচরাচর চোখে পড়েনা।
নিজস্ব প্রতিবেদক/নুরুল আমিন