রিউমাটয়েড আর্থ্রাইটিস এর টুকিটাকি

একজন মধ্যবয়সী মহিলা রোগী তার বিভিন্ন জয়েন্টে বা গিরায় গিরায় ব্যথা নিয়ে আসলে প্রথমেই মাথায় যে রোগটা আসে, তা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid arthritis) বা RA। তাই RA নিয়েই চিকিৎসকদের জন্যে এই লেখাটি।

কাদের হয়?
নারীদের বেশি হয়, নারী ও পুরুষ রোগীর অনুপাত ৩:১।

কোন বয়সে হয়?
সাধারণত মধ্যবয়সে প্রথম ধরা পড়ে।

কী কী লক্ষণ দেখা যায়?
১। হাত বা পায়ের ছোট ছোট জয়েন্টে বা কব্জিতে ব্যথা, ফুলে যাওয়া এবং জড়তা থাকে। এই জড়তা সকালে বেশি থাকে এবং নাড়াচাড়া করলে কমে। জয়েন্টসমূহ প্রতিসমভাবে আক্রান্ত হয় এবং প্রকৃতিগতভাবে রিল্যাপসিং ও রিমিটিং হয়।
২। জ্বর, ওজন কমে যাওয়া, দুর্বলতা ইত্যাদি লক্ষণ থাকতে পারে। অথবা কমপ্লিকেশন থাকতে পারে।

পরীক্ষা করে কি পাবো?
১। হাতে Swelling এবং tenderness of the affected joints পাবো।
২। বিভিন্ন Deformities, যেমন – Ulnar deviation , ‘Swan neck’ deformity, Boutonnière or ‘button hole’ deformity, Z deformity, Dorsal subluxation of the ulna at the distal radio-ulnar joint, Triggering of fingers অথবা ‘cock-up’ toe deformities পেতে পারি।

কী কী পরীক্ষা করতে দিব?
1. CBC with ESR, CRP: ESR ও CRP বেশি থাকে
2. RA: ৭০% ক্ষেত্রে positive থাকে
3. ACPA : ৭০% ক্ষেত্রে positive থাকে
4. SGPT
5. Serum creatinine: to monitor drug safety
6. RBS
7. ECG
8. X-ray of affected joint:
✓ Periarticular osteopenia
✓ Marginal joint erosion
✓ Joint sublaxation
✓ Joint space narrowing

কি চিকিৎসা দিবো?
প্রধানত DMARD (Methotrxate) দিতে হবে সপ্তাহে ১৫mg করে, সর্বোচ্চ 25mg/week দেয়া যাবে ফলাফলের ভিত্তিতে। MTX খাওয়ার পরদিন ফলিক এসিড দিতে হবে। এটা কাজ করতে কয়েক সপ্তাহ সময় লাগে, সেহেতু স্টেরয়েড দিতে হবে।Prednisolone দিনে ৩০ mg করে শুরু করতে হবে। প্রতি ২ সপ্তাহে 5mg করে কমাতে হবে।

প্রাথমিক ব্যবস্থাপনা শেষে RA এর রোগীদের Rheumatologist/Internist এর কাছে রেফার করতে হবে।

ডাঃ মেহেদী হাসান লিমন, ডাঃ মোহাম্মদ রাসেল
মমেক- ২০১০-১১

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Platform

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

মমেক ছাত্রী হোস্টেলে যৌন হয়রানির শিকার ছাত্রী, প্রশাসনের নির্লিপ্ততা

Thu May 16 , 2019
গতকাল ১৫ মে ২০১৯ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রী হোস্টেলের সামনে ম-৫৫ ব্যাচের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ইফতারের পর সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি হোস্টেলে আসলে হোস্টেলের গেটেই এক লোক তাকে যৌন হয়রানি করে। মেয়েটির চিৎকারে পরে লোকটি পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে তিনি প্রথমে কাউকেই […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo