শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
রীতিমত চেম্বার করে রোগী দেখছেন নার্স! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর বাজারে।
অভিযুক্ত নার্সের নাম গৌতম তালুকদার। তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মধ্যনগর বাজারের অদ্রী মেডি কেয়ার নামের এক প্রতিষ্ঠানে তিনি চেম্বার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। তার অজস্র ভুলে ভরা ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) থাকে অপ্রয়োজনীয় ওষুধের সমারোহ
অদ্রী মেডি কেয়ারের সাথে প্ল্যাটফর্মের পক্ষ থেকে যোগাযোগ করে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি অভিযুক্ত নার্সের ভাইয়ের নামে নিবন্ধন করা। পরবর্তীতে বিস্তারিত জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে আসা গৌতম তালুকদারের একাধিক ব্যবস্থাপত্র অনুসন্ধান করে দেখা যায়, তিনি প্রায় প্রতিটি রোগীকেই একাধিক অপ্রয়োজনীয় ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দিয়েছেন একাধিক এন্টিবায়োটিকও! গত মার্চের দুই তারিখে তার দেয়া ব্যবস্থাপত্রে রোগের নাম লেখা হয়েছে ‘Soreosis’। যদিও এমন কোন রোগ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি!

ব্যবস্থাপত্রটি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হলে তিনি জানান, “সে হয়তো ‘Psoriasis’ লিখতে চেয়েছিল। কিন্তু তার দেয়া ওষুধগুলো Psoriasis রোগে সাধারণত দেয়া হয় না। এখানে এন্টিবায়োটিকও দেয়া হয়েছে। কিন্তু Psoriasis এ এন্টিবায়োটিকের কোন ভূমিকা নেই! এই প্রেসক্রিপশন ফলো করলে রোগী আরোগ্য হওয়ার চেয়ে আরো বেশি রোগাক্রান্ত হতে পারে। একইসাথে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সেরও শিকার হতে পারে। এরাই আমাদের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার প্ল্যাটফর্মকে জানান, “সিনিয়র স্টাফ নার্স গৌতম তালুকদারের বিষয়টা ইতিমধ্যে আমার নজরে এসেছে। তৎক্ষনাৎ আমি তাকে শোকজ করেছি এবং তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলেছি। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য আলাদা একটা কমিটি করে দিয়েছি। তার বিরুদ্ধে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা আমরা নিব।” বিষয়টি এতদিন তার দৃষ্টিগোচর না হওয়ায়ও দুঃখ প্রকাশ করেন তিনি।
বিশেষজ্ঞের ভাষ্য, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে স্থিতিশীল করতে এসব প্রতারকের বিরুদ্ধে (ডিএমএফ, এলএমএফসহ যারা অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়) ব্যবস্থা নেয়া জরুরি। না-হয় স্বাস্থ্যখাতের আরো অধঃপতন হতে পারে।