প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ফেব্রুয়ারি, ২০২১, বৃহস্পতিবার
কোলন ক্যান্সারের অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় না ফেরার দেশে চলে গেলেন ডিএনএমসি
( ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ) এর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখ বুধবার সকাল ১০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিছুদিন পূর্বে কোলন ক্যান্সার শনাক্ত হলে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে পরের দিন কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন।
সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। মৃত্যুপূর্বে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের (রেসপাইরেটরি) সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি টেলিভিশন মিডিয়ার স্বাস্থ্য বিষয়ক আলোচক, লেখক ও চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন৷ গতকাল বাদ জোহর ন্যাশনাল মেডিকেল কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাজবাড়ীর পাংশায় নিজের পৈতৃক নিবাসে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।