মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি মেডিকেল সেন্টার স্থাপনের অংশ হিসেবে ১৮ দশমিক ৫৪৮টন মেডিকেল যন্ত্রপাতি পাঠিয়েছে জাপান রেড ক্রস সোসাইটি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।
জাপানের রেড ক্রসের কর্মকর্তা তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাউয়াই চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে নিপ্পন এক্সপ্রেস বিডি লিমিটিডের ভাইস প্রেসিডেন্ট কাজুহিরো জোবায়াকাওয়া, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের সচিব আবদুল জাব্বার, ফেডারেশনের প্রতিনিধি আরিফ রহমান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজারে একটি মেডিকেল সেন্টার স্থাপনের অংশ হিসেবে এসব মেডিকেল যন্ত্রপাতি পাঠিয়েছে জাপান। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।