রোয়ানু বিদ্ধস্ত এলাকায় প্ল্যাটফর্ম ও শেবাচিমের মেডিকেল ক্যাম্প

প্ল্যাটফর্ম শেবাচিম প্রতিনিধি ঃ ডাঃ আসিফ

 

ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ভোলার তজুমদ্দীন উপজেলার চৌমুহুনী এলাকা। সেই দূর্গম এলাকায় প্রথম মেডিকেল ক্যাম্প আয়োজিত হয় ২৬ মে বৃহস্পতিবার। আয়োজন করে প্ল্যাটফর্ম এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশালের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। সবার সহযোগীতায় মাত্র একদিনের প্রস্তুতিতে একটি ফান্ড গঠন করা হয়। অনেক মহৎ হৃদয় চিকিৎসক ও ছাত্রছাত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রায় তিনশ দূর্গত অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হয়। প্রয়োজনীয় সব ওষুধের পাশাপাশি একটি হেল্থ রিলিফ প্যাকেট দেয়া হয়। তাতে ছিল পানি বিশোধন করার ফিটকিরি, জীবাণুমুক্তকরণ সাবান, ব্রাশ, পেস্ট ও ওরস্যালাইন।

13254092_1036990309723575_2572332264490081256_n

13237703_1036990269723579_8374779043124772459_n 13254153_1036990286390244_2274174698862669426_n 13256185_1036990083056931_7113523890209351862_n 13267721_1036989973056942_2764990446298024409_n 13267925_1036990416390231_7076717302926959938_n

 

নদীপথ ও সড়কপথে দূর্গম যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করে পাঁচ জন ডাক্তার এবং দুজন ফাইনাল ইয়ারের ছাত্র সকালের মধ্যেই হাজির হয়ে যায় তজুমদ্দীনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন এবং কোস্ট গার্ডের সার্বিক সহযোগিতায় নির্বিঘ্নে ক্যাম্প করা সম্ভব হয়।

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ইয়াসমিন আলী হকঃইউনিসেফের মশাল বহনকারী এক বাংলাদেশী চিকিৎসক

Fri May 27 , 2016
তার সাথে যখন আপনার প্রথম দেখা হবে, তিনি মিষ্টি করে হাসবেন। এরপর হাত বাড়িয়ে দিবেন করমর্দন করার জন্য। এরপ তিনি হয়তো বলবেন, “ইটস নাইস টু মিট উইথ ইউ”। এরপর তিনি হয়তো জিজ্ঞাসুনেত্রে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন? আপনি যদি সৌভাগ্যবান হন, তাহলে তিনি তাঁর ব্যস্ত সময়ের কিছু মিনিট ব্যয় […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo