প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ
কিছুলোক দৌড়াচ্ছে দূরের এক ট্রাকের দিকে। ট্রাকে কি আছে বোঝা যাচ্ছে না। আমিও হেঁটে এগোলাম। মাইক ছাড়াই ধীরেধীরে বলছে- আপনারা ভীড় করবেন না, লাইনে দাঁড়ান। দেখলাম বাঙ্গি ফল দিচ্ছে। এ ফলের জনপ্রিয়তা এতো বেশি আগে কখনো মনে হয় নি। বাজার হাতে এক লোক ইতস্তত করছে- নিবে, না তারচেয়ে বেশি প্রয়োজন কারো জন্য ছেড়ে আসবে। এক লোক কাড়াকাড়ি করে হাতে নিয়ে লজ্জার হাসি হেসে বললো- ‘ফাঁটা’।
গতকাল আরো দুটি পিপিই পেয়েছি। এখন এতো বেশি হয়ে যাচ্ছে যে অতো ড্রেস পূজাতেও পাই না! আমাদের অনেকেই এখন নিজের খরচে ফেস শিল্ড, এন ৯৫ মাস্ক, গগলস পরে ডিউটি করে। এ উপজেলায় এখনো পর্যন্ত ধরা পড়ে নি। আমরা বোধ হয় অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়ছি। আজ লকডাউনের পর রাস্তায় সর্বোচ্চ সংখ্যক লোক দেখলাম। ওপিডিতেও ভীড় বাড়ছে। কাল রোগী সংখ্যা ৯০ এর কাছাকাছি চলে গেছিলো। অথচ এক সপ্তাহ আগেও সংখ্যাটি চল্লিশ পেরুতো না।
আমাদের উপজেলা থেকে আরো এক ডাক্তারকে করোনা ডেডিকেটেড হাসপাতালে নিয়ে নিলো। এমন একজনকে নিলো যাকে আমি সর্বশেষে ছাড়তে চাইতাম। এ নিয়ে এক সপ্তাহে তিনজন। একসাথে না, অর্ডারগুলো আলাদা আলাদা দিন আলাদা আলাদা ভাবে আসছে। এবং দ্রুত জয়েন করার কথা বলা হচ্ছে। অনেকে পরিবার শুদ্ধ ঝামেলায় পড়ে যাচ্ছেন। ডিউটি প্লাস কোয়ারেন্টাইন মিলে ন্যুনতম একমাসের মামলা। এতদিন পরিবারের বাইরে আলাদা থাকা কষ্টকর। ডাক্তাররা আর্মি নন; আর্মিদের ট্রেনিং থাকে। আজ মন্ত্রণালয়ে মিটিং আছে এডহকে এক হাজার নতুন ডাক্তার নেয়ার ব্যাপারে। অন্য দেশগুলো যখন রিটায়ার্ডদের ফিরিয়ে আনছে, বাংলাদেশ তখন ভাগ্যবান- হাজার হাজার কোয়ালিফাইড ডাক্তার রেডি হয়ে আছে সার্ভিস দেয়ার জন্য।
যদিও ডাক্তার আক্রান্ত হওয়ার সংখ্যা কমছে না। এক সূত্র থেকে ২০০+, যেখানে দি হিন্দু পত্রিকামতে গোটা ভারতে ৯৬ জন। দেশের বেসরকারি ডাক্তাররা করোনার জন্যে হলেও সরকারি চাকুরিতে ঢুকতে ইচ্ছুক। তার মানে যোদ্ধারা যে যুদ্ধ করেন দেশপ্রেমের সাথে অন্যকিছুও থাকে। গতকাল ছুটির মেয়াদ ৪ তারিখ পর্যন্ত বেড়েছে।
কাল এদিকে ঝড়ের তাণ্ডব গেছে। ধানক্ষেত দিয়ে ছেড়া ছেড়া বাড়িঘরের এ পথ- আজ যেতে যেতে দেখি অনেকখানি বদলে গেছে। বাড়ির চালা উড়ে গেছে, উচুঁ উচুঁ অনেক গাছ ভেঙ্গে আছে, বিদ্যুতের থাম্বা কাত হয়ে আছে। ইলেকট্রিক তার এমনি ছিঁড়ে পড়ে আছে। স্থানে স্থানে কিছু লোক মই নিয়ে কাজ করছে।
ঝড় যখন আসে সবার জন্যই আসে। দেখার সুযোগ নেই কে মন্দ আর কে ভাল। বরং ভাল সতর্ক হয়ে অপেক্ষা করা।
তাইই করছি।