প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২১ আগস্ট, ২০২২
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার ERCP করা হয় এবং এতে তার পিত্তনালী বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর অসুস্থ হয়ে পড়লে উনাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতির পর বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। করোনাকালে প্রকৃত সাহসী যোদ্ধা হিসাবে কোভিড ১৯ মোকাবিলায় তিনি নিরলস পরিশ্রম করেছেন। প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।