অতি সম্প্রতি ল্যানসেট জার্নাল প্রকাশ করেছে ফ্রান্স সিরিজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার র্যাংকিং এ বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ফ্রান্সের। স্বাস্থ্যখাতের উন্নয়নে ফরাসীদের অবদান আমাদের অজানা থেকে যায় কারণ সাধারণত ফরাসী গবেষকরা তাদের গবেষণা ফরাসী ভাষার জার্নালে প্রকাশ করে। ল্যানসেট ফ্রান্স সিরিজ এই বাঁধা উন্মুক্ত করে আমাদের সামনে তুলে ধরেছে স্বাস্থ্যখাতের উন্নয়নে ফ্রান্সের অবদান।
এখান থেকে ক্লিক করে আপনারা ল্যানসেট ফ্রান্স সিরিজের সব আর্টিকেল পড়তে পারবেন।
ফ্রান্সঃ স্বাস্থ্যের জন্য একটি দর্শন
বৈশ্বিক স্বাস্হ্যের গনতন্ত্রায়নঃ কেন ফ্রান্সকে প্রয়োজন
সাম্য, মৈত্রী, স্বাধীনতা…স্বাস্থ্য
ইন্সটিটিউট পাস্তুর…শতাব্দী প্রাচীন বৈশ্বিক স্বাস্থ্য প্রতিষ্ঠান
সংক্রামক ব্যাধি মোকাবেলায় ফ্রান্সের অবদান
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া মোকাবেলায় ফ্রান্সের অবদান
বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার
পাস্তুর ইন্সটিটিউট, প্যারিস, ফ্রান্স
জ্যা পোঁ মোয়াটিঃ স্বাস্থ্য খাতে এক ফরাসী বিশ্ব নেতা
ফ্রান্সে সবার জন্য স্বাস্থ্যঃ নীতিনির্ধারণ এবং বৈষম্য দূরীকরণ