মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
শরীয়তপুরে ১০০ শয্যার সদর হাসপাতালে রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক হাসপাতালের রন্ধনশালা (রান্নাঘর), ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর রুমে অভিযান পরিচালনা করে। দুদক এ সময় দেখতে পান রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পাচ্ছে। নিয়মিত রোগীদের জন্য ১৫০ গ্রাম মুরগির গোশত দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ৩০ গ্রামের একটি ছোট টুকরো। হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহে অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫টাকা নেয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ১০ টাকা করে।
এ বিষয়ে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দুদকের ১০৬ টোল ফ্রি কলের মাধ্যমে শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে আমরা জানতে পারি। পরে হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত পরিচালনা করি।’
এসময় রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছি। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরি এবং তাকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘আজ সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’
প্ল্যাটফর্ম/