শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আয়োজিত হল,প্ল্যাটফর্ম’র ৫ম ক্যারিয়ার কার্নিভাল

২৭ জানুয়ারী, ২০১৭ দিনটিতে আর্মড ফোর্স মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, টাংগাইল মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রায় চার শতাধিক মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক একত্রিত হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে।

16299092_743734895777375_4714972804656096785_n

উদ্দেশ্য?
= স্বপ্নবিলাসীরা তাদের স্বপ্নের ক্যারিয়ার ফিক্সড করবে।

এ উদ্দেশ্যে টীম প্ল্যাটফর্ম ৫ম বারের মত প্ল্যাটফর্ম ক্যারিয়ার কার্নিভাল শুরু করেন সকাল ৯ঃ৩০ মিনিটে।

***পরিচিতি পর্ব এবং উদ্দেশ্য সম্পর্কে বলেছেন ফাহিম আহসান আল রাশিদ এবং জাহিদ হাসান।

16406597_743733965777468_6346519338301391144_n

প্ল্যাটফর্ম সম্পর্কে বলেছেন ডাঃ শেখ আহমেদুল হক।

16425882_743734455777419_635575385928499172_n

পাবলিক হেলথ এ ক্যারিয়ার সম্পর্কে বলেছেন শ্রদ্বেয় ডাঃ আক্তার উজ-জামান স্যার।

16472865_743734602444071_7202852098036428451_n

রিসার্চ কি, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে শিখতে হয় এ ব্যপারে বিস্তারিত পরামর্শ দিয়েছেন শ্রদ্বেয় ডাঃ রতিন মন্ডল স্যার।

রয়্যাল কলেজের মেম্বারশিপ ডিগ্রী এমআরসিপি এবং এর সুবিধাসমুহ সম্পর্কে বিস্তারিত বলেছেন শ্রদ্বেয় ডাঃ মামুনুর রশিদ স্যার।

ইউএসএমএলই এবং এর সম্ভাবনা সম্পর্কে বলেছেন ডাঃ রকিব হাসান।

16427634_743735742443957_6508683943535516020_n

ওয়েব সার্চ করার বিষয়টি বিস্তারিত দেখিয়েছেন ডাঃ ফয়জুল

দেশে এবং বাহিরে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন ডাঃ মুহিবুর রহমান নীরব।অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, মিডল-ইস্ট এবং ইউএসএ নিয়ে বিস্তারিত বলেছেন জাহিদ হাসান।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেছেন জাহিদ হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ
অধ্যক্ষ – অধ্যাপক ডা: একে এম আহসান হাবীব
উপাধ্যক্ষ – সহকারী অধ্যাপক ডা: রেজাউল আলম জুয়েল, সাধারন সম্পাদক বি এম এ , বগুড়া।
আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সিভিল সার্জন ডা: সামির হোসেন মিশু, সভাপতি স্বাচিপ বগুড়া।
এবং ডা: মোস্তফা আলম নাননু, সভাপতি বি এম এ বগুড়া, সহসভাপতি বি এম এ রাজশাহী বিভাগ।

16265833_743735722443959_5771341310476687623_n

16298680_743737399110458_5529602471398501154_n_2

16387240_743738195777045_2649483260430015245_n_2

16387144_743734155777449_5650721840332058644_n

16388222_743735705777294_2398877981510658902_n

16427254_743738175777047_3979560477294046043_n

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্ল্যাটফর্ম এক্টিভিস্টঃ নাবিহা তানজিম রাফা।

এছাড়াও ভিডিও প্রেজেন্টেশন ছিলঃ
মেডিকেলীয় ডিপ্রেশনঃ চন্দ্রিকা দাস গুপ্তা
ফিজিশিয়ান সাইন্টিস্টঃ ডাঃ মোহাম্মদ তাইফুর রহমান।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয়ঃ বিকেল ৫ঃ৩০ মিনিটে।

অভূত সাড়াজাগানো সেমিনার শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর পক্ষ থেকে আবারো এরকম কার্যকরী সেমিনার করার উদ্যোগের আহবান জানানো হয়।

বিস্তারিত জানতেঃ https://www.facebook.com/events/1666830720281199/?active_tab=discussion

 

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবিবেচিত প্রশ্নপত্রে বিব্রত চিকিৎসক সমাজ।

Fri Feb 3 , 2017
চলতি বছরের এসএসসি সমমানে পরীক্ষার ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মাধ্যমিক শিক্ষাবোর্ড এর আগেও অতি মূল্যায়নের মাধ্যমে A+ সংখ্যাবৃদ্ধি, প্রশ্নপত্র ফাঁস সহ বহুবিষয়ে বিতর্কীত হয়। সম্প্রতি প্রশ্নপত্রের মাধ্যমে চিকিৎসকদের প্রতি নেতিবাচক বক্তব্য উপস্থাপন করে এবছর পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দু হয় প্রতিষ্ঠানটি। বাংলা […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo