২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের উদ্দেশ্য,
#ভর্তি_বিজ্ঞপ্তিঃ
√ভর্তি হওয়ার তারিখ এবং সময়ঃ
৩০ অক্টোবর,২০১৪ ইং থেকে ১৫ নভেম্বর,২০১৪ ইং পর্যন্ত
সময়ঃ সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ০২:৩০ ঘটিকা পর্যন্ত।
( নির্দিষ্ট সময়ে ভর্তি না হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে )
***প্রয়োজনীয় কাগজপত্রঃ
√ পাসপোর্ট সাইজ সত্যায়িত করা ০৬ কপি রঙ্গিন ছবি।
√ এসএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং বোর্ড সার্টিফিকেটের মূল কপি।
√ এইচএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এর মূল কপি। ( যারা দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদের ক্ষেত্রে এইচএসসি এর বোর্ড সার্টিফিকেট আনতে হবে, যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদেরকে পরে জমা দিতে হবে)
√ এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল এডমিট কার্ড (রঙ্গিন) এবং ভর্তি পরীক্ষার আবেদন এর কপি।
√ নাগরিক সনদ পত্র এর মূল কপি।
√ জেলা কোটা/মুক্তিযোদ্ধা কোটা/উপজাতীয় কোটা ভুক্ত হলে প্রয়োজনীয় কাগজপত্রে মূলকপি, সার্টিফিকেট এর মূলকপি সাথে আনতে হবে।
√ ভর্তি ফী এবং অন্যান্য ফীঃ ১৬,০০০/-
√ শিক্ষার্থী এবং অবিভাবক সাথে আসতে হবে।
√ প্রয়োজনীয় যোগাযোগঃ
আকরাম সাহেবঃ ০১৯১৪ ৯৬৪০২৩
ভর্তির জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ এর অস্থায়ী ক্যাম্পাস (কিশোরগঞ্জ সদর হাসপাতাল) এর তৃতীয় তলায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।