শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এবং হাসাপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর মেডিকেল কলেজটির কর্তৃপক্ষ দ্বারা নৃশংস হামলা।
একজন চিকিৎসক আহত এবং আতংকিত অবস্থায় হাসপাতালের বাইরে অবস্থান করছেন।
কলেজটির ইন্টার্ন চিকিৎসকগন কিছুদিন আগে, ইন্টার্ন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ থেকে জানানো হয় তারা বেতন বাড়াবেন না । এই ব্যপারে চিকিৎসকগণ আবারো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ব্যপারটা বুঝানোর চেষ্টা করেন।
এরপর আজ ভোর ৫ টার পরের দিকে কলেজ কর্তৃপক্ষ থেকে চিকিৎসকদের উপর ছুরি এবং লাঠি নিয়ে হামলা করা হয় । হামলার সময় একজন চিকিৎসক বেশ আহত হলে তাকে নিরাপদ স্থলে নিয়ে যাওয়া হয়। এরপর তারা ভয়ে আতঙ্কে
হাসপাতালের বাইরে এসে অবস্থান করেছেন।
এই রিপোর্ট লেখার সময়, তারা গুলশান থানায় জিডি করতে গেছেন চিকিৎসকরা।
আরও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। সাথেই থাকুন।