বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর তত্ত্বাবধানে ২০-২২ ফেব্রুয়ারি “দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট ” এর আয়োজন করা হয়েছে। আজ শুরু হওয়া এ স্টুডেন্ট ফেস্ট চলবে আগামী শনিবার পর্যন্ত।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারিয়ার গাইডলাইন ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন উক্ত সংঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা : শাহাদাত হোসেন সরকার ও ডা: মো: আল আমিন সরকার এবং ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছেন দেশের সনামধন্য মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
স্টুডেন্ট ফেস্ট সম্পর্কে ডা: মো: আল আমিন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন-“দেবিদ্বারের ইতিহাসে এইধরনের প্রোগ্রাম কখনো হয়নি। এজন্য ধন্যবাদ দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ সহ আয়োজন কমিটির সবাইকে। এই প্রোগ্রামের মাধ্যমে দেবিদ্বারের মেডিকেল স্টুডেন্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বর্তমান শিক্ষার্থীদের একটি মিলনমেলায় পরিনত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং ক্যারিয়ার গাইডলাইন দিতে পারছে যা তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং তারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে। এই ধরনের প্রোগ্রাম যেন আগামী বছরগুলোতে অব্যাহত থাকে কারণ এরকম প্রোগ্রাম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে সাথে দেবিদ্বারের শিক্ষার মান উন্নায়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদী”।
তিন দিন ব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন আয়মান সাদিক, সালমান মুক্তাদির, তাসনিম জারা, ড. নাজিম চৌধুরী, সাবিত রায়হান, নুমেরী সাত্তার অপার, সাইদ আবদুল্লাহ এবং শিহাব নিয়ন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান