২৭ অক্টোবর, ২০১৯
চার বছরের শিশু রিয়াদের কাশি প্রায় মাস খানেকেরও বেশি হতে চললে, বাবা মা তাকে নিয়ে শরণাপন্ন হন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পিয়া বিশ্বাস এর চেম্বারে।
চিকিৎসকের পরামর্শ মোতাবেক শিশুর বুকের এক্সরে করিয়ে রিপোর্টে তার শ্বাসনালীতে একটি বোতামের অস্তিত্ব ধরা পড়ে।
পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসায় জানা যায়, উক্ত শিশু দেড় মাস আগে কৌতুহল বশত জিন্সের প্যান্টের একটি বোতাম গলাধঃকরণ করেছিল।
এমতাবস্থায় সময়োপযোগী চিকিৎসার জন্য উক্ত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রিয়াদকে রেফার করেন সিলেটের NJL ENT Centre -এ। অতঃপর সেখানে কর্মরত ” নাক কান গলা ও হেড নেক সার্জারি” বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাইম ব্রঙ্কোস্কোপির মাধ্যমে বোতামটি বের করে আনতে সক্ষম হন।
স্টাফ রিপোর্টার /হৃদিতা রোশনী