বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ (১২ ডিসেম্বর) নতুন কারিকুলামের ২য় পেশাগত পরীক্ষার ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিষয়ের পরীক্ষা আরম্ভ হওয়ার পর স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারনবশত অদ্য ১২/১২/২০২৪ইং তারিখের ২য় পেশাগত এমবিবিএস (নতুন কারিকুলাম), মে- ২০২৪ইং পরীক্ষায় Pharmacology & Therapeutics বিষয় এবং ২২/১২/২০২৪ইং তারিখের ৩য় পেশাগত এমবিবিএস, মে-২০২৪ইং Pharmacology & Therapeutics বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হইল। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হইবে। ইহাতে উপাচার্য মহোদয়ের অনুমোদন রহিয়াছে।’
এভাবে পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীরা বেশ মনঃক্ষুণ্ন হয়েছেন সাথে এটাকে মানসিক নির্যাতন বলে মনে করছেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষার্থী প্ল্যাটফর্মকে বলেছেন, “প্রফ পরীক্ষায় এমনেই প্রচন্ড প্রেশার যায় আমাদের উপর। এরমধ্যে এভাবে পরীক্ষার হলে বসে পরীক্ষা স্থগিত করা কোন নিয়মের মধ্যে পড়ে! গতরাতেও ত নোটিশ দেয়া যেত। এভাবে হেনস্তা করার কোন মানে হয় না!” আরো কয়েকজন পরীক্ষার্থীর সাথেও কথা বলে একই ধরনের উত্তর পাওয়া গেছে।
এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি!
প্ল্যাটফর্ম প্রতিবেদক।