প্ল্যাটফর্ম নিউজ, ১৪ই মে ২০২০, বৃহস্পতিবার
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ৬৭তম দিনে এসে গতকাল কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১১৬২ জন। মৃত্যুবরণ করেছেন ১৯ জন।
লকডাউন শিথিল করার কারণে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। লকডাউন পরিস্থিতি এবং হাসপাতাল বা চেম্বারে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে।
এই মহামারী পরিস্থিতিতে চিকিৎসক এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলস কাজ করে চলেছে সন্ধানী। টেলিমেডিসিন সেবার উর্ধ্বমুখী চাহিদার কথা বিবেচনায় রেখে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার (১৩ই মে,২০২০) থেকে চালু করা হয়েছে সন্ধানী টেলিমেডিসিন সেবা।
রাফায়েত হোসেন সৌরভ
নিজস্ব প্রতিবেদক