বুধবার, ২ অক্টোবর, ২০২৪
বরিশালের শেবাচিম (শের-ই-বাংলা মেডিকেল কলেজ) হাসপাতালের পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (০২ অক্টোবর) শেবাচিমের ফটকে সাধারণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী থেকে পরিচালক চাই’ – লেখা সম্বলিত ব্যানার লাগানো হয়।
উল্লেখ্য যে, চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে ৪ দফা দাবিতে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) কর্মবিরতি ঘোষণা করেন হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকরা। কিন্তু, নির্ধারিত সময়ের পরেও কোনো সমাধান দৃশ্যমান না হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ এবং আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম।
বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা পরিচালকের পদে সেনা কর্মকর্তা নিয়োগের দাবি জানাচ্ছেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দীন আহমদ শিবলী