আগামীকাল ১৮ই মার্চ সকাল ৯ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে আর্মি মেডিকেল কোর লিখিত পরীক্ষা
একশো নম্বরের লিখিত পরীক্ষায় মেডিকেল বিষয়, সাধারণ জ্ঞান, সাম্পতিক বিশ্ব, বাংলাদেশের ইতিহাস হতে প্রশ্ন করা হয়। ৩০টি সত্যমিথ্যা এবং ৮টি রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া লাগে। লিখিত পরীক্ষা খুবই সহজ হয়ে থাকে। নম্বরের ভিত্তিতে এবং কতজনকে সেইবছর কোর্সে নেওয়া হবে সেই ভিত্তিতে লিখিত পরীক্ষা হতে ভাইভার জন্য ডাকা হয়।
লিখিত পরীক্ষার বিসয়বস্তঃ সাধারনত মেডিসিন ও সার্জারির কমন টপিকস গুলো থেকেই বেশি প্রশ্ন আসে এর মধ্যে
জেনারেল সার্জারির ( Boil, Abscess, Ulcer, Fistula, Anaesthesia, Gangrene, এবং Appendicitis , Cholecystitis, Pancreatitis, etc )
মেডিসিন এর জন্য ( Asthma, COPD, MI, chest pain, diabetes, thyroid disease, IBS, Tuberculosis, Neonatal jaundice, neonatal sepsis, Malnutrition, Pneumonia, etc ) বেশি গুরত্তপূর্ণ।]
সাধারণ জ্ঞানঃ কেউ যদি বিসিএস এর প্রস্তুতি নিয়ে থাকে তবে তার জন্য আলাদা করে কিছু পড়া লাগবে না। এখানথেকে বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, দপ্তর, সাল ও মুক্তিযুদ্ধ বিসয়ক প্রশ্ন আসে এবং প্রশ্নে আলাদা কোন অপশন দেয়া থাকে না কিছুটা এক কথায় প্রকাশ এর মত। লিখিত পরীক্ষার পরপরই মৌখিক ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ও আইএসএসবি পরীক্ষা হয়ে থাকে
ডাঃ মোঃ ইয়াসিন আরাফাত
http://www.platform-med.org/?p=6852 === শেষ সময়ের প্রস্ততিঃ আর্মি মেডিকেল কোর লিখিত পরীক্ষা ===
আগামীকাল ১৮ই মার্চ সকাল ৯ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে আর্মি মেডিকেল কোর লিখিত পরীক্ষা
স্বপ্নীল সৌরভ রায়
DrNushrat Jahan Jeny
tnx
tnx
age dile ki hoto!!!!