প্ল্যাটফর্ম নিউজ,মঙ্গলবার, ১৪ই এপ্রিল,২০২০
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশে এসে পৌছায় মার্চের ৮ তারিখ। ঢাকায় শনাক্ত হবার পরে সারা বাংলাদেশ ছড়াতে বেশি সময় নেয় নি কোভিড-১৯, সংক্রমণ পাওয়া গেছে সব কয়টি বিভাগেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার পেরিয়েছে। গতকাল ১৩ এপ্রিল পর্যন্ত আটশতাধিক রোগীর ছয়শতাধিক রোগী ঢাকা বিভাগেই। তবে সবচেয়ে বেশিরভাগ সংক্রমণ ঢাকা শহরে (২৮৩জন), এর পরেই নারায়ণগঞ্জ জেলা (১৪৪জন), এবং গাজীপুর (৩৫জন)। এছাড়াও ঢাকা জেলা (২৪), নরসিংদী (২০), মাদারীপুর(১৯), মুন্সিগঞ্জ(১৭), কিশোরগঞ্জ(১০), টাংগাইল(৭), রাজবাড়ী(৬), মানিকগঞ্জ(৫), গোপালগঞ্জ(৩), শরীয়তপুর(১) জেলা আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ চট্টগ্রাম জেলায় (১৮জন)। বাদ যায় নি কুমিল্লা (৯জন), চাঁদপুর (৬জন), ব্রাক্ষ্মণবাড়িয়া (৬জন), লক্ষ্মীপুর (১জন), কক্সবাজার (১জন)।
রংপুর বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী গাইবান্ধাতে (৬জন)। ৩ জন করে আছেন নীলফামারি ও ঠাঁকুরগাও, ২জন রংপুর এবং ১জন লালমনিরহাট।
ময়মনসিংহের জেলা শহরে আছে ৫জন রোগী। এছাড়াও জামালপুর (৬জন), শেরপুর (২জন), নেত্রকোনা (১জন) করে সংক্রমিত ব্যক্তি আছেন।
বরিশালের বরগুনা ও ঝালকাঠি জেলায় ৩জন করে এবং বরিশাল ও পটুয়াখালী জেলায় ২ জন করে রোগী আছেন।
সিলেট জেলা শহর সহ,মৌলভিবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ১জন করে রোগী আছেন।
রাজশাহীতে আছেন ২জন এবং খুলনার চুয়াডাঙ্গায় ১জন রোগী আছেন।
তথ্যসূত্র : আইডিসিআর ওয়েবসাইট
নাহিদা হিরা/নিজস্ব প্রতিবেদক