প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্টঃ
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৪ ইন্টার্ন চিকিৎসককে ৬ মাসের বরখাস্ত এবং ৪টি ভিন্ন মেডিকেল কলেজে ট্রান্সফারের প্রতিবাদে শনিবার থেকে কর্ম বিরতিতে গেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। সকাল ৮টায় “সকল ইন্টার্ন চিকিৎসক” ব্যানারে দল-মত নির্বিশেষে হাসপাতালের গেটে জড় হয়ে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। চিকিৎসকদের এই প্রতিবাদে নৈতিক সমর্থন জানিয়েছেন শিক্ষক এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ। এ প্রসঙ্গে ডা. ফারহান বলেন, “বগুড়া মেডিকেলে ইভটিজিং এর প্রতিবাদে অন্যায়ভাবে শাস্তির আদেশ দেয়া হয়েছে, এটা মেনে নেয়া যায়না। শীঘ্রই এই আদেশ বাতিল করতে হবে।” ডা. মাহফুজুল হক রাকিব বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের উপর কোন নির্যাতন-নিপিড়ন মেনে নেয়া হবেনা।” বগুড়া মেডিকেল সহ সারা দেশে সাম্প্রতিক ঘটনা দুঃখজন উল্লেখ করে ডা. আহমেদ-উল-বারী বলেন, “নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা না গেলে চিকিৎসকরা তাদের শতভাগ সেবা দিতে পারবেনা।” এ প্রসঙ্গে ডা. উত্তম দেবনাথ বলেন “সাম্প্রতি চিকিৎসকদের উপর আক্রমণের হার বেড়ে গেছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা আরো জোরদার করতে হবে। বগুড়া মেডিকেলে অন্যায়ভাবে ইন্টার্নদের যে শাস্তির আদেশ বাতিল করতে হবে।” ডা. সারওয়ার আলম, ডা. শহিদুজ্জামান শহীদ, ডা. হাসান, ডা. হাফিজুর রহমান, ডা. রাকিব, ডা. সামিউল আকবর, ডা. মুজাহিদুর রহমান, ডা. রাশেদ নিজাম রবিসহ অন্যন্য চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বগুড়া মেডিকেলের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহত্তর স্বার্থে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষনা দেন।
প্ল্যাকার্ড হাতে হাতে নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ জানানো হয়। পরে “সকল ইন্টার্ন চিকিৎসক” এর পক্ষ থেকে হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কর্মবিরতী অব্যাহত থাকবে। আন্দোলন চললেও মানবিক দিক বিবেচনা করে জরুরী বিভাগ চালু রাখা হয়েছে এবং সাধারণ রোগীদের যেন কোন সমস্যা না হয় তার ব্যবস্থা করা হয়েছে।