০৭ এপ্রিল, ২০২০: সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংক, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ৭ বারের নির্বাচিত সফল সভাপতি জনাব রুহুল আমিন মজুমদার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক রাত ১ টা নাগাদ তাঁর বনানীর বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
চারবছর আগে তিনি স্ট্রোকজনিত কারণে ইউনাইটেড হাসপাতাল ভর্তি হয়ে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দীর্ঘ ৭ মাস অবস্থান করেছিলেন। এছাড়াও তাঁর ট্রাকিওস্টোমি ও বাইপাস সার্জারি করা ছিল। মৃত্যুপূর্বে দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইজড অবস্থায় ছিলেন।
তিনি দুই মেয়ে ও এক ছেলের পরিবার ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধানীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনের বাইরেও কর্মজীবনে জনাব রুহুল আমিন দীর্ঘদিন ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন, ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)- এর পরিচালকের দায়িত্বে।
নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ