প্ল্যাটফর্ম নিউজ, ১৮ অগাস্ট ২০২০, মঙ্গলবার
গতকাল ১৭ আগস্ট(সোমবার), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পদ্মার চর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে মেডিকেল এবং ডেন্টাল ছাত্র- ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম মুন্সিগঞ্জ জেলা শাখা।
সন্ধানী চট্রগ্রাম মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক তানজীমুল হাই রাফি উদ্ভাবিত প্রজেক্ট-১০০ এর অর্থায়নে এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মো. নাঈম মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সিগঞ্জের বন্যাকবলিত ৬০ টি পরিবারকে এই ত্রান সহায়তা পৌঁছে দেয়া হয়। ত্রানের প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ, তেল এবং খাবার স্যালাইন।
ত্রান বিতরন কর্মসূচিতে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মো. নাঈম মাহমুদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুমতাহিনা খেয়া এবং মেহেদী হাসান রাকিব।