রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তির বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চান্সপ্রাপ্ত মেডিকেলে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলা সময় পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে অর্ন্তভুক্ত করার জন্য বলা হয়।
এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিসে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১৯ জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয়। ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
প্ল্যাটফর্ম/