বাংলাদেশে সরকারি হাসপাতালে প্রথম সফল লিভার প্রতিস্থাপনের কিছু দিন পরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করল সিরাজুল ইসলাম(২০)।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করা হয় সিরাজের। সিরাজ লিভার সিরোসিসে আক্রান্ত ছিল।
গত ২৪ জুন বিএসএমএমইউ এর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খানের নেতৃত্বে দেশে প্রথমবারের মত কোন সরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়।
লিভার প্রতিস্থাপনের পর সিরাজুল সুস্থ হয়ে গত ১৮ জুলাই গ্রামের বাড়িতে চলে যায়।
সেখানে অবস্থানকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং অবস্থার অবনতি হলে ঈদুল আজহার দিন বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। সরাসরি আইসিইউ তে ভর্তি করার এক ঘন্টার মধ্যেই ডেঙ্গুতে মারা যায় সিরাজ।
সিরাজের মায়ের দান করা লিভারের একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফল প্রতিস্থাপন করা হয়েছিল। প্রায় সুস্থ হয়ে উঠেছিল সে। কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারাতে হলো তাকে।