আজ কনভোকেশন এর রেজিস্ট্রেশন করলাম,কিছুটা ভুগান্তির শিকার হইছি,তাও যারা এখনো করেন নি তাদের ভুগান্তি এড়ানোর জন্য কিছু লিখা—
#ফরম পূরনের নিয়মাবলী:
প্রথমেই ছবি স্ক্যান করিয়ে নিবেন ,নিজে যদি পুরন করতে না পারেন অথবা সকল সুবিধা না থাকলে ভালো কোন দোকানে যাবেন । ঢাকা বিশ্ববিদ্যালয় এর আওতাধীন ফাইনাল প্রফেশনাল এক্সাম এর এডমিট থেকে আপনার নাম বাংলা & ইংলিশ উভয় ভাবেই লিখবেন ,বাবার নাম, মায়ের নাম ,আপনার মোবাইল নাম্বার , অভিবাবক এর মোবাইল নাম্বার , সেশন, পাসের সন,CGPA=passed, মেধা তালিকা থাকলে তা লিখবেন ,সাবজেক্ট +ডিপার্টমেন্ট এর নাম+ডিগ্রি এর নাম =MBBS লিখবেন ,
বর্তমান ঠিকানা & স্থায়ী ঠিকানা দিবেন .
(ছবি যুক্ত আছে ,দেখে নিতে পারেন )
পেমেন্ট :
সিলেক্ট বিকাশ
হয় নিজের অ্যাকাউন্ট দিয়া অথবা দোকানদার এর অ্যাকাউন্ট দিয়া পেমেন্ট করতে পারবেন ।
টাকা =৩৮২০ এবং টাকা পেমেন্ট এর রসিদ কালেক্ট করে নিন ,কারন রসিদে একটা কোড নাম্বার থাকে যা পরবর্তীতে লগইন ে লাগবে । (ছবি যুক্ত আছে ,দেখে নিতে পারেন )
বাকি কাজ পেমেন্ট কম্পলিট হলে শুরু করতে হবে…আপনাকে একটা এপ্লিকেন্ট নাম্বার দিবে যা দিয়া লগইন করতে হবে …
এই ৫টি রসিদ এর পি.ডি.এফ ফাইল প্রিন্ট করবেন …
মোট ৫টি রসিদ হলো —
১)সমাবর্তন এর নিবন্ধন এবং মূল সনদ উত্তোলন এর আবেদন ফরম।
২)সমাবর্তন এর নিবন্ধন এবং মূল সনদ উত্তোলন এর আবেদন ফরম জমা দেয়ার রসিদ।
৩)একাডেমিক কস্টিউম গ্রহন করার রসিদ।
৪)একাডেমিক কস্টিউম ফেরত দেয়ার রসিদ।
৫)গিফট গ্রহন করার রসিদ।
(ছবি যুক্ত আছে ,দেখে নিতে পারেন )
পরবর্তী করণীয় –
১)গ্র্যাজুয়েট এর সাক্ষর ও তারিখ দিবেন
২)এই ৬ টা রসিদ এর সাথে ২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি(সত্যায়িত করার জন্য)স্ব স্ব মেডিকেল কলেজ এর অফিস সেকশন এ প্রিন্সিপাল এর সাইন এর জন্য জমা দিবেন।
৩)পরবর্তীতে এ সব কাগজের সাথে আপনার ফাইনাল প্রফেশনাল পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি (সত্যায়িত)+
যারা যারা টেম্পোরারী সনদ তুলছেন তা সহ জমা দিতে হবে।
#বিদ্রঃ টেম্পোরারী সনদ জমা না দিলে মূলসনদ তৈরী হবে না।আর যারা এখনো কোন টেম্পোরারী সনদ পাননি তারা কেবল এডমিট কার্ড জমা দিবেন এবং স্ব স্ব মেডিকেল কলেজের অফিস সেকশনে পরবর্তী করণীয় এর জন্য যোগাযোগ করবেন।
সেপ্টেম্বর ২ তারিখের মাঝে ফরম ফিলআপ করতে হবে,আর ৬ সেপ্টেম্বর এর মাঝে কলেজ কতৃপক্ষ ঢাকা ভার্সিটিতে সমস্ত পেপার সাবমিট করবে।
#৫১তম_কনভোকেশন_৬_অক্টোবর_২০১৮
লেখকঃ
Dr.Samiul Islam Abir.
CBMCB, Mymensingh.
Session :2011-12
Lecturer of Department of Anatomy, JIMCH,Bajitpur,kishorganj.