শনিবার, ০৮ মার্চ, ২০২৫
সহপাঠীদের দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১৮-১৯ সেশনের ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। ১৮-১৯ সেশনের সাপ্লিমেন্টারী পরীক্ষা সঠিক সময়ে নেবার দাবিতে একাত্মতা জানিয়ে এ ঘোষণা দিয়েছেন তারা।
১৮-১৯ সেশনের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, “আলাদা সাপ্লিমেন্টারী প্রত্যেক ব্যাচের নায্য অধিকার। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ২০১৮-১৯ সেশনের এই নায্য অধিকারকে সবসময় ক্ষুণ্ণ করা হয়েছে। আমাদের সহপাঠীরা নভেম্বর-২৪ এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্টের পর থেকে আলাদা সাপ্লিমেন্টারী পরীক্ষার তারিখের জন্য ঢাবি ডীন অফিস, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস এবং বিএমডিসিতে যোগাযোগ করেছেন। কিন্তু কর্তৃপক্ষের এবারের ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারী পরীক্ষা আয়োজনের বিষয়ে যথেষ্ট গাফিলতি দেখা যাচ্ছে। ইতোমধ্যে ২ বার রুটিন প্রকাশ করেও বাতিল করা হয়েছে। যেটা আসলেই দুঃখজনক। আমরা ঢাকা মেডিকেলের ২০১৮-১৯ সেশনের ছাত্রছাত্রীরা আমাদের সহপাঠীদের আলাদা সাপ্লিমেন্টারী পরীক্ষা নেওয়ার দাবির সাথে একমত। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরন করা না হয় তাহলে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।”
প্ল্যাটফর্ম/এমইউএএস