প্ল্যাটফর্ম সংবাদ,
১৩ এপ্রিল, ২০২০
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক মহামারী কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছেন। গতকাল (১৩ এপ্রিল, সোমবার) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ ১০ জনের পাঠানো নমুনায় কোভিড-১৯ ধরা পড়েছে একজন চিকিৎসকের। উক্ত চিকিৎসক দায়িত্বরত থাকায় সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত ৪০ জন চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা নেয়া রোগীরাও। তথ্যটি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
সাভার থেকে মোট নমুনা পাঠানো হয়েছিল ৪১ জনের, যার মধ্যে কোভিড-১৯ পজেটিভ এসেছেন একজন। বাকী ৪০ জনই গতকালের রিপোর্টে নেগেটিভ এসেছেন। কিন্তু, একজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় বাকীদের মাঝে এটি ছড়ানোর সম্ভাবনা বেড়ে গেছে বহুগুণে। আক্রান্ত চিকিৎসক চিকিৎসা গ্রহণ করছেন এবং তার সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিরা আইসোলেশনে গেছেন। যার কারণে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যহত হবে চূড়ান্তভাবে, এমনকি লকডাউনও করে দেয়া হতে পারে।