প্ল্যাটফর্ম নিউজ, ৯ ডিসেম্বর, ২০২০; বুধবার
আগামী ২০ ডিসেম্বর, রোজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআইএমসি তে ট্রেইনী মেডিকেল অফিসার নিয়োগ বিষয়ক পরীক্ষা। জানা গিয়েছে যে প্রার্থী বাছাই এর লক্ষ্যে শুরুতে একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। অবশেষে নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য আমন্ত্রিত করা হবে।
১০০ নম্বরের লিখিত এই এমসিকিউ (একাধিক সত্য মিথ্যা এবং এসবিএ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকায়। উক্ত দিন ৯ঃ৩০ ঘটিকার মধ্যেই সকল পরীক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে জানানো হয়েছে। পরীক্ষার নির্ধারিত সময় ১ ঘণ্টা। পরীক্ষায় পৃথক উত্তর পত্র সরবরাহ করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল পরীক্ষার একই দিনে প্রকাশিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর, সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার জন্য সিলেবাস: এমবিবিএস পাঠ্যক্রম। (এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার অনুরূপ )
বিশেষ দ্রষ্টব্যঃ সিআইএমসি তে জুনিয়র ডক্টরদের জন্য আকর্ষণীয় ভাতা সহ এটি হবে একটি অনন্য প্রশিক্ষণ ব্যবস্থা।