শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
একাডেমিক শাটডাউনের পর এবার স্বয়ার ফার্মাসিউটিক্যাসল লিমিটেডকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেওয়া হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসকদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
‘সিওমেক হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিষিদ্ধ’ প্রসঙ্গ উল্লেখ করে দেয়া বিবৃতিতে বলা হয়েছে – “গতকাল ২৭/০২/২০২৫ ইং তারিখে সামাজিক গণমাধ্যমের এক ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করে এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করে।
এমতাবস্থায়, যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে ইন্টার্ন ডাক্তাররা আন্দোলনরত, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান আয়োজন ডাক্তারদের জন্য মানহানিকর। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তাই, আজ ২৮/০২/২০২৫ ইং থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করা হল, তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে বলা হল।”
প্ল্যাটফর্ম/