সোমবার, ২৪ মার্চ, ২০২৫
পাবনার সিভিল সার্জনের বদৌলতে ৫ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মিলেছে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন করার সুযোগ! পাবনার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠি প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে এসেছে। চিঠিতে দেখা মিলেছে এমন অদ্ভুত বিষয়ের!
গত ১৮ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী, বেড়া, চাটমোহর ও সুজানগরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে, মিতু কমিউনিটি প্যারামেডিক ইনিস্টিটিউট, মুজাহিদ ক্লাব মোড়, শালগাড়িয়া, পাবনা এর নিম্ন বর্নিত ছাত্র/ছাত্রীদের কারিকুলাম অনুযায়ী কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং কোর্সে আপনার নিয়ন্ত্রনাধীন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ০৬ (ছয়) মাস মাসের ইন্টার্নীশীপ (মাঠ) প্রশিক্ষণ গ্রহনের অনুমতি প্রদান করা হইল।”
অনুমতিপ্রাপ্ত ০৫ জনের মধ্যে ২ জনকে ঈশ্বরদী, ১ জনকে বেড়া, ১ জনকে সুজানগর ও ১ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো ইন্টার্নশিপ করার অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে পাবনার সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ন।
প্ল্যাটফর্ম/এমইউএএস